হাসপাতালে মৌসুমী মৌ

আপলোড সময় : ০২-০৩-২০২৪ ০৩:৪৯:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৪ ০৩:৪৯:১৭ অপরাহ্ন
ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ'র। স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে উপস্থাপিকা নিজেই এই খবর দিয়েছেন। সেই পোস্টে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।

শুক্রবার (১ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া পোস্টে মৌসুমী মৌ লিখেছেন, 'ফুসফুসে ইনফেকশনের কারণে আজ বিপিএল ২০২৪ এর ফাইনাল ম্যাচের পোস্ট শো ক্যানসেল করতে হলো। জীবন মানুষকে কখন কোথায় এনে দাঁড় করায় কেউ বলতে পারবে না। কিন্তু হতাশ হলে চলবে না। এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে।'

পোস্টে উপস্থাপিকা আরও লিখেছেন, 'ফরচুন বরিশালকে অভিনন্দন বিপিএল ২০২৪ চ্যাম্পিয়ন হওয়ায়। এবারের বিপিএলে বহুবার আমি ফরচুন বরিশালের ম্যাচ শেষে বলেছি আনফরচুনেটলি হেরে গেছে ফরচুন বরিশাল। শেষপর্যন্ত জয়টা কিন্তু তাদেরই হলো। জীবনও এমনই পুরোটা গেইম। কেউ জিতে কেউ হারে!'

উল্লেখ্য, উপস্থাপনায় গত কয়েক বছর ধরে দ্যুতি ছড়াচ্ছেন হাস্যোজ্জ্বল মৌসুমী মৌ। অভিনয়েও তার সাবলিল উপস্থিতি। প্রায় ২০টিরও বেশি নাটকে কাজ করেছেন এই অভিনেত্রী। পাশাপাশি ওয়েব ফিল্মেও দেখা মিলেছে তার। গত জানুয়ারিতে ফেসবুকে দেয়া এক পোস্টে নিজের বিয়ে খবর দেন এই অভিনেত্রী। তার বরের নাম আরিফ হক। পারিবারিক আয়োজনেই সম্পন্ন হয় দু'জনের বিয়ে।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩