বলা হয়েছিল আর দেখা যাবে না, পরদিনই ফিরলেন ভারতীয় ক্রিকেটার

আপলোড সময় : ১৮-০২-২০২৪ ১২:২৪:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০২-২০২৪ ১২:২৪:১৬ অপরাহ্ন

মায়ের অসুস্থতার খবরে রাজকোট টেস্টের দ্বিতীয় দিন শেষে চেন্নাইতে উড়াল দিয়েছিলেন বরিচন্দ্রন অশ্বিন। তৃতীয় দিনে খেলেননি ৩৭ বছর বয়সী অফস্পিনার। বিসিসিআই এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, রাজকোট টেস্টে আর দেখা যাবে না অশ্বিনকে।

তবে আজ রোববার পুরো ১৮০ ডিগ্রি ঘুরে বিসিসিআই-ই জানিয়েছে, চতুর্থ দিন দলের সঙ্গে যোগ দিচ্ছেন অশ্বিন।

সংবাদ বিবৃতিতে বিসিসিআই উল্লেখ করেছে, 'পারিবারিক কারণে সাময়িক অনুপস্থিতি শেষে অশ্বিন দলে ফিরছেন। অশ্বিন ও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, চতুর্থ দিনে মাঠে ফিরবেন ও টেস্টের বাকি অংশে দলের হয়ে অবদান রাখবেন। এই কঠিন সময়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছেন অশ্বিন ও তাঁর পরিবার।'

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানাচ্ছে, রাজকোট টেস্টে আজ মধ্যাহ্নভোজের পর দলের সঙ্গে যোগ দিতে পারেন অশ্বিন। তেমনটা হলে দ্বিতীয় সেশনেই দেখা যেতে পারে তাঁকে। আইসিসির নিয়ম অনুযায়ী, একজন ক্রিকেটার দিনের যতটুকু সময় বাইরে থাকনে,মাঠে ফিরে বোলিং বা ব্যাটিংয়ের আগে ঠিক ততক্ষণ অপেক্ষা করতে হয়।

তবে অশ্বিনের ব্যাপারটি আলাদা। তাই ছাড় পাবেন এ ভারতীয় অফ স্পিনার। বিশেষ বিবেচনায় মাঠে নেমেই বোলিং-ব্যাটিং করতে চাইলে আম্পায়ার আপন্তি জানাবেন না। কারণ, আইসিসির নিয়ম এটাও বলছে, 'মাঠে পাওয়া চোট বা অসুস্থতা ব্যতীত অন্যান্য গ্রহণযোগ্য কারণে' চাইলে আম্পায়াররা পেনাল্টি সময় মওকুফ করতে পারেন।

রাজকোট টেস্ট ছাড়ার আগে দ্বিতীয় দিনে ইংলিশ ওপেনার জ্যাক ক্রলির উইকেট পেয়েছেন অশ্বিন। এ উইকেট দিয়েই টেস্ট ইতিহাসে নবম বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেটের মাইলফলকে পৌঁছান তিনি।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩