কাউন্সিলর লাপার্থি রামারাজু। ছবি: সংগৃহীত

নিজের গালেই জুতো মারলেন কাউন্সিলর

আপলোড সময় : ০১-০৮-২০২৩ ০৯:২০:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৮-২০২৩ ০৯:২০:০৪ পূর্বাহ্ন

এনডিটিভির প্রতিবেদন মতে, মুলাপার্থি রামারাজু নামের ওই ব্যক্তি জেলার নারসিপাটনাম মিউনিসিপালিটির একজন কাউন্সিলর। ভোটারদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় পরিষদের সভায় নিজেই নিজের গালে জুতো মারেন।

 
 
সোমবার (৩১ জুলাই) পরিষদের বৈঠকে অংশ নেন কাউন্সিলর রামারাজু। বৈঠকের এক পর্যায়ে হতাশা প্রকাশ করতে গিয়ে এই কাণ্ড তিনি ঘটান তিনি। এ ঘটনার একটি ভিডিও সমাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
 
 
ভিডিওতে দেখা যায়, সভায় বক্তব্য দিচ্ছেন কাউন্সিলর রামারাজু। এক পর্যায়ে পা থেকে জুতো খুলে নিজের গালে মারছেন তিনি। পরে নিজের গালে নিজেই জুতো মারার কারণ জানাতে গিয়ে রামারাজু বলেন, আমি কাউন্সিলর নির্বাচিত হয়েছি ৩১ মাস। কিন্তু আমার এলাকায় ড্রেনেজ, বিদ্যুৎ, স্যানিটেশন, রাস্তাঘাটসহ বিভিন্ন সমস্যা সমাধান করতে পারিনি।
 
৪০ বছর বয়সী এই কাউন্সিলর নিজে একটি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তিনি বলেন, তিনি সব ধরনের চেষ্টা করেছেন। কিন্তু ভোটারদের কাছে দেয়া প্রতিশ্রুতি রাখতে পারেননি। তার অভিযোগ, স্থানীয় পৌর কর্মকর্তারা তার ওয়ার্ডকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছেন ও তিনি তার কোনো ভোটারকে পানির সংযোগও দিতে পারেননি।
 
 
 
রামারাজু বলেন, ভোটারদের দেয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করতে পারছি না। এই ব্যর্থতার চেয়ে মরে যাওয়াই ভালো। কারণ ভোটাররা তাকে অসম্পূর্ণ কাজগুলো সম্পাদন করার জন্য দাবি জানাচ্ছিলেন। 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩