সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ালেন অপু

আপলোড সময় : ৩০-০১-২০২৪ ০৪:৫৯:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০১-২০২৪ ০৪:৫৯:২৮ অপরাহ্ন
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস।যতটা না আলোচনায় থাকেন নিজের চলচ্চিত্র কিংবা অভিনয়ের কারণে এর থেকেও বেশি আলোচনায় থাকেন নিজের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে। এবার নড়াইলে প্রসাধনী পণ্যের শোরুম উদ্বোধনে এসে সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে আবারও সংবাদের শিরোনাম হলেন ঢালিউড কুইন। সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে নড়াইল সদরের রূপগঞ্জ এলাকার মোস্তারী কমপ্লেক্সে এক প্রসাধনী পণ্যের শোরুম উদ্বোধনে এসে সুলতান মঞ্চের অনুষ্ঠান শেষে এ ঘটনা ঘটান চিত্রনায়িকা।প্রসাধনী পণ্য 'হারল্যান স্টোর' এর শোরুম উদ্বোধন কালে চিত্রনায়িকা অপু বিশ্বাসসহ প্রতিষ্ঠানের সিইও এমদাদুল হক সরকার, রিমার্কের হেড অব সেলস মাজেদুর রহমান, স্টোর হেড অব অপারেশনস আব্দুল আলিম শিমুলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এদিকে ,চরম বিশৃঙ্খলায় মোস্তারী কমপ্লেক্সে হারল্যান স্টোর উদ্বোধন করেন। পরে সুলতান মঞ্চে পণ্যের গুণগত মান সম্পর্কে বক্তব্য দেন নায়ক ইমন, নায়িকা অপুসহ সংশ্লিষ্টরা।একপর্যায়ে চিত্রনায়ক ইমন গণমাধ্যমে বক্তব্য দেন।পরে নায়িকা অপু বিশ্বাসের বক্তব্য নিতে চাইলে হারল্যান স্টোরের হেড অব অপারেশনস আব্দুল আলিম শিমুল জানান অনুষ্ঠান শেষে বক্তব্য দেবেন। দুই ঘণ্টা পরে অনুষ্ঠান শেষে বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়ে গাড়িতে চেপে বসেন অপু বিশ্বাস।এ সময় সাংবাদিকদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে অপু বিশ্বাস বলেন, পাবলিক প্লেসে অনুষ্ঠান শেষে গণমাধ্যমে বক্তব্য দেওয়া সম্ভব না। এরপর নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে হারল্যান স্টোর কর্তৃপক্ষ ঘটনাস্থল ত্যাগ করেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩