টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনীতির নীতি-গতি প্রকৃতি কী হবে তা ঠিক করতে সব বিষয় নিয়ে আলোচনা করতে পরিকল্পনা কমিশনের প্রথম সভা করেছেন। সভায় প্রধানমন্ত্রী বলেন, অযথা প্রকল্পের মেয়াদ যাতে না বাড়ে সেদিকেও দৃষ্টি দিতে হবে।
বুধবার ২৪ জানুয়ারি সকালে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সভায় প্রধানমন্ত্রী বলেন, উন্নত দেশের কাতারে যাওয়ার পর কী কী সুবিধা থাকবে কিংবা থাকবে না সেগুলো এখন থেকেই বিবেচনায় নিয়ে কাজ করতে হবে।
বৈঠকে আলোচনার বিষয়, সরকারি বিনিয়োগের গতি পর্যালোচনা, সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, সংশোধন, পরিমার্জন, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের অগ্রগতিসহ নানাবিধ ইস্যু। বৈঠকের শুরুতে পদাধিকার বলে কমিশনের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান পরিকল্পনামন্ত্রীসহ কমিশনের সদস্যরা।
প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালে উন্নত দেশের কাতারে পৌঁছাবে বাংলাদেশ। এতে যেমন নতুন কিছু সযোগ-সুবিধা যোগ হবে তেমনই কমবেও। তাই সামনের দিনে চলতে হবে এসবের সঙ্গে খাপখাইয়ে।
২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, আগামী ৫ বছর শুধুই দেশের মানুষের জন্য কাজ করে যেতে চান তিনি।
বুধবার ২৪ জানুয়ারি সকালে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সভায় প্রধানমন্ত্রী বলেন, উন্নত দেশের কাতারে যাওয়ার পর কী কী সুবিধা থাকবে কিংবা থাকবে না সেগুলো এখন থেকেই বিবেচনায় নিয়ে কাজ করতে হবে।
বৈঠকে আলোচনার বিষয়, সরকারি বিনিয়োগের গতি পর্যালোচনা, সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, সংশোধন, পরিমার্জন, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের অগ্রগতিসহ নানাবিধ ইস্যু। বৈঠকের শুরুতে পদাধিকার বলে কমিশনের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান পরিকল্পনামন্ত্রীসহ কমিশনের সদস্যরা।
প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালে উন্নত দেশের কাতারে পৌঁছাবে বাংলাদেশ। এতে যেমন নতুন কিছু সযোগ-সুবিধা যোগ হবে তেমনই কমবেও। তাই সামনের দিনে চলতে হবে এসবের সঙ্গে খাপখাইয়ে।
২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, আগামী ৫ বছর শুধুই দেশের মানুষের জন্য কাজ করে যেতে চান তিনি।