দেশে গণতন্ত্র নেই বলেই জনগণের আজ বেহাল দশা,নজরুল ইসলাম খান

আপলোড সময় : ২৪-০১-২০২৪ ০৪:৪৯:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০১-২০২৪ ০৪:৪৯:০৮ অপরাহ্ন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশে গণতন্ত্র নেই বলেই জনগণের আজ বেহাল দশা। গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া সামনে আর কোন পথ নেই।

বুধবার (২৪ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন নজরুল ইসলাম খান।

তিনি বলেন, একদিকে বিপুলসংখ্যক মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিষ্পেষিত অবস্থায় আছে, অন্যদিকে কিছু মানুষ প্রতিদিন কোটি কোটি টাকা পাচার করছে।

জনগণের কোন কিছুতে কর্নপাত করছে না সরকার এমন মন্তব্য করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ভোটের প্রয়োজন না হওয়ায় জনগণের কথা ভাবছে না সরকার। জনগণকে আন্দোলনের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩