২৬ ও ২৭ জানুয়ারি সারা দেশে বিএনপির কালো পতাকা মিছিল

আপলোড সময় : ২১-০১-২০২৪ ০৩:৪০:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০১-২০২৪ ০৩:৪০:৫৪ অপরাহ্ন
আগামী ২৬ ও ২৭ জানুয়ারি সারা দেশে কালো পতাকা মিছিলের ডাক দিয়েছে বিএনপি। আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা করেন।

রুহুল কবির রিজভী বলেন, 'আওয়ামী লীগের ডামি সরকার বিএনপিকে পরাজিত করতে যেয়ে বাংলাদেশকে পরাজিত করে ফেলেছে। জনগণের কথা শোনার কেউ নেই। চারিদিকে হাহাকার।'

'দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার এবং অবৈধ সংসদ বাতিলসহ একদফা আদায়ের লক্ষ্যে কালো পতাকা মিছিল করবে বিএনপি।'

রিজিভী বলেন, আগামী শুক্রবার (২৬ জানুয়ারি) সব জেলা শহর এবং শনিবার (২৭ জানুয়ারি) মহানগরে কালো পতাকা মিছিল করা হবে।

রিজভী অভিযোগ করে বলেন, 'ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।'

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩