আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিত্যপণ্যের দাম সহনশীল রাখতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর দায় এড়াতে পারে না সরকার। এছাড়া অচিরেই গ্যাস সংকটের সমাধান হবে। রোবাবর (২১ জানুয়ারি) ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। কারও স্বীকৃতির আশায় বসে নেই। বিএনপি তাদের আন্দোলনকে হাসি তামাশায় পরিণত করেছে। মানুষকে নির্বাচনবিমুখ করতে না পেরে বিএনপির নেতৃত্ব হিংসায় জর্জরিত। তাদের সুস্থ ধারার রাজনীতি করার আহ্বান জানাই।
নির্বাচনে জয় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে শেখ হাসিনার ভূমিকায় সন্তুষ্ট হয়ে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা অভিনন্দন জানিয়েছে বলেও জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। কারও স্বীকৃতির আশায় বসে নেই। বিএনপি তাদের আন্দোলনকে হাসি তামাশায় পরিণত করেছে। মানুষকে নির্বাচনবিমুখ করতে না পেরে বিএনপির নেতৃত্ব হিংসায় জর্জরিত। তাদের সুস্থ ধারার রাজনীতি করার আহ্বান জানাই।
নির্বাচনে জয় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে শেখ হাসিনার ভূমিকায় সন্তুষ্ট হয়ে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা অভিনন্দন জানিয়েছে বলেও জানান তিনি।