জেঁকে বসেছে শীত। রাজধানী ঢাকায়ও ঘনকুয়াশার কারণে দেখা মিলছে না সূর্যের। চার জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা গতকালের চেয়েও কমেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, শীতের এমন প্রকোপ থাকবে অন্তত আরও দুদিন। এ সময়ের মধ্যে সারা দেশেই তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। তবে আগামী মঙ্গলবার থেকে বাড়তে শুরু করবে তাপমাত্রা।
অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে শীতের প্রকোপ কিছুটা কমে গরম অনুভূতি বাড়তে পারে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তর বলছে, আরব সাগর থেকে প্রবহমান জলীয় বাষ্পের কারণে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দেশের উত্তরাঞ্চল, খুলনা, বরিশাল ও ঢাকার কিছু কিছু জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এরপর তাপমাত্রা আরও বাড়তে শুরু করবে।
আগামী মাঘ মাসে শৈত্যপ্রবাহের তেমন কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ নাজমুল হক। তিনি জানান, বিক্ষিপ্তভাবে উত্তরাঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।
এছাড়া, রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, শীতের এমন প্রকোপ থাকবে অন্তত আরও দুদিন। এ সময়ের মধ্যে সারা দেশেই তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। তবে আগামী মঙ্গলবার থেকে বাড়তে শুরু করবে তাপমাত্রা।
অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে শীতের প্রকোপ কিছুটা কমে গরম অনুভূতি বাড়তে পারে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তর বলছে, আরব সাগর থেকে প্রবহমান জলীয় বাষ্পের কারণে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দেশের উত্তরাঞ্চল, খুলনা, বরিশাল ও ঢাকার কিছু কিছু জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এরপর তাপমাত্রা আরও বাড়তে শুরু করবে।
আগামী মাঘ মাসে শৈত্যপ্রবাহের তেমন কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ নাজমুল হক। তিনি জানান, বিক্ষিপ্তভাবে উত্তরাঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।
এছাড়া, রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।