১৬ ঘণ্টায় ১৪টি আগুনের ঘটনা

আপলোড সময় : ০৬-০১-২০২৪ ০২:৩৮:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০১-২০২৪ ০২:৩৮:৫২ অপরাহ্ন

সারা দেশে গত ১৬ ঘণ্টায় ১৪টি আগুনের ঘটনা ঘটেছে। এতে মোট ৬টি যানবাহন, ৯টি স্থাপনা পুড়ে গেছে। এছাড়া মারা গেছেন ৪ জন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে আজ শনিবার এই তথ্য জানানো হয়েছে।


সংস্থাটি জানিয়েছে, গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ১০টা পর্যন্ত সারা দেশে উচ্ছৃঙ্খল জনতার দেওয়া ১৪টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এতে ৬টি যানবাহন ও ৯টি স্থাপনা পুড়ে গেছে। নয়টির স্থাপনার মধ্যে একটি বৌদ্ধ মন্দির ও ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঢাকা সিটিতে ১টি, ঢাকা বিভাগে ৪টি, সিলেট বিভাগে ২টি, চট্টগ্রাম বিভাগে ৪টি, ময়মনসিংহ বিভাগে ৩টি আগুনের ঘটনা ঘটে।

এই আগুনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ৪টি বগি, পিকআপ ২টি, ট্রাক ১টি, কাভার্ড ভ্যান ২টি পুড়ে যায়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩২টি ইউনিট ও ১৫১ জন জনবল কাজ করেছে বলে জানিয়েছে সংস্থাটি।indi/tv

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩