মিছিল আর স্লোগানে মুখরিত ফরিদপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভাস্থল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বেলা ৩টার দিকে রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।
সরেজমিনে দেখা যায়, নৌকার আদলে বানানো হয়েছে সভামঞ্চ। এরই মধ্যে মঞ্চে উপস্থিত হতে শুরু করেছেন জেলাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা। বিভিন্ন স্তরে ভাগ করে আসন বিন্যাস করা হয়েছে। রাজেন্দ্র কলেজের শহর শাখার মাঠের চারপাশে চারটি গেটের মাধ্যমে জনসভায় প্রবেশ করছেন নেতা-কর্মীরা। নৌকার নির্বাচনী পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে জনসভা মাঠের বাইরের রাস্তা। শহর জুড়ে বসানো হয়েছে শতাধিক মাইক। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে জনসভাস্থল।
জানা গেছে, এরই মধ্যে ঢাকা থেকে সড়ক পথে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে এই জনসভা থেকে শেখ হাসিনা ফরিদপুরের ৪টি আসনে নৌকার প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন। এছাড়া আগামীর দিক নির্দেশনা ও উন্নয়নের কথা বলবেন।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের জনসভায় ফরিদপুর আসছেন। প্রায় লাখো মানুষের সমাগম হবে এ জনসভায়। ইতোমধ্যে জনসভাকে সফল করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মাঝে এনিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো। বিভিন্ন বিল্ডিংয়ের ছাদেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, নৌকার আদলে বানানো হয়েছে সভামঞ্চ। এরই মধ্যে মঞ্চে উপস্থিত হতে শুরু করেছেন জেলাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা। বিভিন্ন স্তরে ভাগ করে আসন বিন্যাস করা হয়েছে। রাজেন্দ্র কলেজের শহর শাখার মাঠের চারপাশে চারটি গেটের মাধ্যমে জনসভায় প্রবেশ করছেন নেতা-কর্মীরা। নৌকার নির্বাচনী পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে জনসভা মাঠের বাইরের রাস্তা। শহর জুড়ে বসানো হয়েছে শতাধিক মাইক। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে জনসভাস্থল।
জানা গেছে, এরই মধ্যে ঢাকা থেকে সড়ক পথে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে এই জনসভা থেকে শেখ হাসিনা ফরিদপুরের ৪টি আসনে নৌকার প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন। এছাড়া আগামীর দিক নির্দেশনা ও উন্নয়নের কথা বলবেন।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের জনসভায় ফরিদপুর আসছেন। প্রায় লাখো মানুষের সমাগম হবে এ জনসভায়। ইতোমধ্যে জনসভাকে সফল করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মাঝে এনিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো। বিভিন্ন বিল্ডিংয়ের ছাদেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।