রাজধানীতে ২১৪৬টি কেন্দ্রের মধ্যে অর্ধেকেরও বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। সোমবার (১ জানুয়ারি) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচনের দিন ভোটারদের সার্বিক নিরাপত্তা দিতে রাজধানীতে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা।
তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে এ মুহূর্তে কোনো জঙ্গি তৎপরতা নেই। তবে কিছু কিছু গোষ্ঠী নির্বাচন প্রতিহত করতে অপতৎপরতা চালাচ্ছে। কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ।
হাবিবুর রহমান বলেন, সচেতনতার অভাবেই বর্ষবরণের থার্টি ফাস্ট নাইটে আতশবাজি, ফটকা ফাটানো হয়েছে। যা পরিবেশ ও শহরের জন্য ঝুঁকিপূর্ণ। তাই আগামীতে এ বিষয়ে নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার।
দ্বাদশ সংসদ নির্বাচনকালীন গুরুত্বপূর্ণ স্থাপনায় ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় ইতোমধ্যেই মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডগ স্কোয়াড ও মোবাইল স্ট্রাইকিং ফোর্সের সমন্বিত টহল দল। রোববার (৩১ ডিসেম্বর) সকালে তেজগাঁও রেলওয়ে স্টেশন থেকে এই টহল শুরু হয়। এদিন দুপুরে আগারগাঁও মেট্রোরেল স্টেশন ও মিরপুর মেট্রোরেল স্টেশনে টহল দেয় বিজিবির ডগ স্কোয়াড।c/24
ডিএমপি কমিশনার বলেন, ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচনের দিন ভোটারদের সার্বিক নিরাপত্তা দিতে রাজধানীতে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা।
তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে এ মুহূর্তে কোনো জঙ্গি তৎপরতা নেই। তবে কিছু কিছু গোষ্ঠী নির্বাচন প্রতিহত করতে অপতৎপরতা চালাচ্ছে। কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ।
হাবিবুর রহমান বলেন, সচেতনতার অভাবেই বর্ষবরণের থার্টি ফাস্ট নাইটে আতশবাজি, ফটকা ফাটানো হয়েছে। যা পরিবেশ ও শহরের জন্য ঝুঁকিপূর্ণ। তাই আগামীতে এ বিষয়ে নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার।
দ্বাদশ সংসদ নির্বাচনকালীন গুরুত্বপূর্ণ স্থাপনায় ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় ইতোমধ্যেই মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডগ স্কোয়াড ও মোবাইল স্ট্রাইকিং ফোর্সের সমন্বিত টহল দল। রোববার (৩১ ডিসেম্বর) সকালে তেজগাঁও রেলওয়ে স্টেশন থেকে এই টহল শুরু হয়। এদিন দুপুরে আগারগাঁও মেট্রোরেল স্টেশন ও মিরপুর মেট্রোরেল স্টেশনে টহল দেয় বিজিবির ডগ স্কোয়াড।c/24