গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার। এ কারাগারের ভেতর সৈকত বিল্ডিংয়ের ১৫ নং সেলে থাকেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) কারাগারে কর্মরত কারারক্ষী শাহিনুর রহমান গিয়াস উদ্দিন আল মামুনকে ভাত, গরম পানি ও কাগজ সরবরাহ করেন। একই সঙ্গে খাকি রংয়ের একটি খামও সরবরাহ করেন বলে জানা যায়।
শীতের রাতে নিয়ম বহির্ভূতভাবে গরম পানি, খাদ্য সামগ্রী, কাগজ ও খামজাতীয় জিনিস সরবরাহ করে কারা-নিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে কারা-কর্তৃপক্ষ শাহীনুরের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছেন। বুধবার (২৭ ডিসেম্বর) কারা-কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাবন্দী গিয়াস উদ্দিন আল মামুন দুর্নীতির অভিযোগে ওয়ান-ইলেভেনের সময় গ্রেপ্তার হন। এরপর থেকে বেশ কয়েকটি মামলায় ১৬ বছর ধরে কারাগারে রয়েছেন তিনি
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) কারাগারে কর্মরত কারারক্ষী শাহিনুর রহমান গিয়াস উদ্দিন আল মামুনকে ভাত, গরম পানি ও কাগজ সরবরাহ করেন। একই সঙ্গে খাকি রংয়ের একটি খামও সরবরাহ করেন বলে জানা যায়।
শীতের রাতে নিয়ম বহির্ভূতভাবে গরম পানি, খাদ্য সামগ্রী, কাগজ ও খামজাতীয় জিনিস সরবরাহ করে কারা-নিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে কারা-কর্তৃপক্ষ শাহীনুরের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছেন। বুধবার (২৭ ডিসেম্বর) কারা-কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাবন্দী গিয়াস উদ্দিন আল মামুন দুর্নীতির অভিযোগে ওয়ান-ইলেভেনের সময় গ্রেপ্তার হন। এরপর থেকে বেশ কয়েকটি মামলায় ১৬ বছর ধরে কারাগারে রয়েছেন তিনি