সাংবাদিকদের একসঙ্গে পেটানোর ঘটনা দেখা যায়নি,শেখ হাসিনা

আপলোড সময় : ২৮-১২-২০২৩ ০২:৩৮:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১২-২০২৩ ০২:৩৮:১৬ অপরাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতিহাসে অসংখ্য আন্দোলন-সংগ্রাম হয়েছে। সেসব আন্দোলনে অনেক কিছু ঘটেছে। কিন্তু এভাবে সাংবাদিকদের একসঙ্গে পেটানোর ঘটনা দেখা যায়নি।


বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে যান আহত সাংবাদিকরা। এসময় তিনি এসব কথা বলেন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন হামলার শিকার হন সাংবাদিকরা। এতে কিছু সাংবাদিক আহত হন। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করতে যান তারা।

এসসময় শেখ হাসিনা বলেন,  সাংবাদিকদের টার্গেটে করে মারা, তাদের জীবন নিয়ে নেয়ার মতো অবস্থা সৃষ্টি করা; এটার নিন্দা করার ভাষা আমার নেই। এই সমস্ত ঘটনা যারা ঘটাচ্ছে, তারা যদি মনে করে পার পেয়ে যাবে; সেটা হবে না।

তিনি বলেন, ছবি ও ফুটেজ দেখে দেখে প্রত্যেককে খুঁজে বের করা হবে। সবাইকে শনাক্ত করা হবে। সব কয়টাকে শাস্তি দেয়া হবে। যারা হামলা করেছে, তাদের একজনও ছাড় পাবে না। আর হুকুমদাতা যে তাকেও ছাড়বো না।

 


 

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩