সবচেয়ে বেশিবার ডিলিট করা হয়েছে ইনস্টাগ্রাম অ্যাপ।

আপলোড সময় : ২৪-১২-২০২৩ ১০:২৬:০৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-১২-২০২৩ ১০:২৬:৫২ পূর্বাহ্ন
সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে মানুষের আগ্রহ আগের চেয়ে অনেক বেড়েছে। এ কারণে এসব অ্যাপও বেশি ইনস্টল করা হচ্ছে। জরুরি কাজেও অনেক অ্যাপ ইনস্টল করা হচ্ছে। কিন্তু এর মধ্যেও ফোন থেকে ডিলিট করা হয়েছে অনেক অ্যাপ। এ তালিকায় সবার ওপরে যে নামটি রয়েছে, তা শুনে সবার চমকানোরই কথা।

আমেরিকাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান টিআরজি ডেটাসেন্টার এক প্রতিবেদনে বলছে, এ বছর সবচেয়ে বেশিবার ডিলিট করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম অ্যাপ। কীভাবে ইনস্টাগ্রাম ডিলিট করতে হয়— এ বছর প্রতি মাসে গড়ে ১০ লাখ মানুষ এ কথা লিখে সার্চ দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, বর্তমানে বিশ্বে প্রায় ৪৮০ কোটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী রয়েছে। প্রতি মাসে গড়ে একজন ব্যক্তি ৫-৭টি সামাজিক মাধ্যম ব্যবহার করেন। গড়ে প্রতিদিন ব্যয় করেন দুই ঘণ্টার বেশি।

তবে কিছু সামাজিক মাধ্যম গুরুত্ব হারাতে শুরু করেছে। মাত্র ৫ দিনে ১০ কোটি ইউজার পাওয়া মেটার থ্রেডস পরবর্তিতে ৮০ শতাংশ ইউজার হারিয়েছে।

প্রযুক্তি প্রতিষ্ঠান টিআরজি ডেটাসেন্টারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ক্রিস হিংকেল বলেন, সামাজিক মাধ্যম থেকে মানুষ মুখ ফেরাতে শুরু করেছে। এর প্রমাণ ইনস্টাগ্রাম ডিলিট করতে চাওয়া। এখন তারা এমন একটি মাধ্যম চায়, যেখানে নিজেদের মতো সব করা যাবে।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩