বিবিএস কেবলস কোম্পানির একটি বাসে আগুন

আপলোড সময় : ২১-১২-২০২৩ ০১:২৫:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১২-২০২৩ ০১:২৫:৩০ অপরাহ্ন
রাজধানীর তেজগাঁওয়ের কলোনি বাজার মোড়ে বিবিএস কেবলস কোম্পানির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২০ ডিসেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, আগুনের সংবাদ পাওয়া যায় ৯টা ৩৮ মিনিটে। বিবিএস ক্যাবলস কোম্পানির একটি বাসে এ আগুন দেয়ার ঘটনা ঘটে। তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে ৯টা ৫৮ মিনিটের দিকে আগুন নির্বাপণ করে।

তবে এ ঘটনায় কেউ হতাহত বা তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


 

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩