বিএনপির অসহযোগ আন্দোলন ঘোষণা

আপলোড সময় : ২০-১২-২০২৩ ০৫:৫১:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১২-২০২৩ ০৫:৫১:৫৪ অপরাহ্ন
সরকার পতনের সর্বাত্মক অসহযোগ আন্দোলন ঘোষণা করে আগামী ২৪ ডিসেম্বর সকাল-সন্ধ্যা অবরোধও ডেকেছে বিএনপি।

বুধবার অজ্ঞাত স্থান থেকৈ অনলাইন সংবাদ ব্রিফিং করে কর্মসূচি ঘোষণা করন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ২১, ২২ ও ২৩ ডিসেম্বর গণসংযোগ করবে তার দল। এছাড়া ২৪ ডিসেম্বর সকাল-সন্ধ্যা অবরোধ।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে ৭ জানুয়ারি। দেশের বেশিরভাগ দল ভোটে অংশ নিয়েছে। এদের মধ্যে রয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং সংসদে বিরোধীদল জাতীয় পার্টি।

    এবার ভোট প্রতিহতে অসহযোগের ডাক বিএনপিরএবার ভোট প্রতিহতে অসহযোগের ডাক বিএনপির

২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার থেকে সরকার পতন ও নির্দলীয় সরকারের অধীনে ভোটের দাবিতে কর্মসূচি পালন করছে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো।

ভোটের তফসিল বয়কট করে সহিংস কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াত। প্রায় প্রতিদিন হরতাল-অবরোধ কর্মসূচি ডাকা হচ্ছে। আর এসব কর্মসূচিতে যানবাহনে আগুন দেয়া হচ্ছে।

কয়েক দফা অবরোধ-হরতালের পর এবার 'অসহযোগ' আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি।

অসহযোগের ব্যাখ্যা দিয়ে রিজভী বলেন, 'বর্তমান অবৈধ সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন। ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কিনা সেটি ভাবুন। লেনদেন এড়িয়ে চলুন।'

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩