তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ হওয়ায় বিজয়-সৌম্যদের ব্যাটিংয়ে ছিল আলাদা নজর। সেই পরীক্ষায় বেশ ভালোভাবেই পাশ করেছেন তারা। ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে ভর করে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ২৭ রানের জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে সফরকারীদের জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন রিশাদ হোসেন।
বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই পথ হারায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড একাদশ শিবিরে প্রথম আঘাত হানেন হাসান মাহমুদ। ইনিংসের ১৪তম ওভারের মধ্যেই তৃতীয় উইকেটের দেখা পেয়ে যায় বাংলাদেশ।
এরপর প্রতিরোধ গড়ে কিউইরা। একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নেন ভারত পোপলি ও সন্দীপ প্যাটেল। দুজনের জুটি শতরান ছাড়ায়। পোপলিকে ৯২ রানে প্যাভিলিয়নে ফেরান আফিফ। সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ৮৯ রান করে আউট হন সন্দীপ। শেষদিকে জই ফিল্ডের ২৬ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস কেবলই পরাজয়ের ব্যবধান কমিয়েছে।
এর আগে, দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও এনামুল হক বিজয়। ওপেনিং জুটিতে ৪৭ রান পায় বাংলাদেশ। ৩১ বলে ৩৩ রান করে ফিল্ডের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন বিজয়। এরপর তামিমের সঙ্গে বড় জুটি গড়েন সৌম্য। ৭১ বলে ৫৯ রান করেন তিনি। তামিম ফেরেন ৪৬ বলে ৫৮ রান করে।
এদিন ফিফটির দেখা পেয়েছেন লিটন দাসও। অধিনায়কের দায়িত্ব পালন করা লিটন করেছেন ৬৩ বলে ৫৫ রান। বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন রিশাদ। ৫৪ বলে ৮৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ৩৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ড একাদশের সংগ্রহ ৪ উইকেটে ৮০ রান।
বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই পথ হারায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড একাদশ শিবিরে প্রথম আঘাত হানেন হাসান মাহমুদ। ইনিংসের ১৪তম ওভারের মধ্যেই তৃতীয় উইকেটের দেখা পেয়ে যায় বাংলাদেশ।
এরপর প্রতিরোধ গড়ে কিউইরা। একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নেন ভারত পোপলি ও সন্দীপ প্যাটেল। দুজনের জুটি শতরান ছাড়ায়। পোপলিকে ৯২ রানে প্যাভিলিয়নে ফেরান আফিফ। সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ৮৯ রান করে আউট হন সন্দীপ। শেষদিকে জই ফিল্ডের ২৬ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস কেবলই পরাজয়ের ব্যবধান কমিয়েছে।
এর আগে, দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও এনামুল হক বিজয়। ওপেনিং জুটিতে ৪৭ রান পায় বাংলাদেশ। ৩১ বলে ৩৩ রান করে ফিল্ডের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন বিজয়। এরপর তামিমের সঙ্গে বড় জুটি গড়েন সৌম্য। ৭১ বলে ৫৯ রান করেন তিনি। তামিম ফেরেন ৪৬ বলে ৫৮ রান করে।
এদিন ফিফটির দেখা পেয়েছেন লিটন দাসও। অধিনায়কের দায়িত্ব পালন করা লিটন করেছেন ৬৩ বলে ৫৫ রান। বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন রিশাদ। ৫৪ বলে ৮৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ৩৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ড একাদশের সংগ্রহ ৪ উইকেটে ৮০ রান।