অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে জাপানকে ১০০ রানের আগেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। টাইগার বোলারদের দাপটে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৯৯ রানেই অল-আউট হয়ে গেছে জাপান।
সোমবার (১১ ডিসেম্বর) দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে রীতিমতো ধীর শুরু করে জাপান অনূর্ধ্ব-১৯ দল। প্রথম পাওয়ার প্লে পর্যন্ত ক্রিজে থিতু হলেও ১৭ রানের বেশি সংগ্রহ করতে পারেনি জাপানের ওপেনিং জুটি। আদিত্য ফাড়কেকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে ওপেনিং জুটি ভাঙেন বাঁহাতি পেসার মারুফ মৃধা।
এরপর ব্যাট হাতে নেমে থিতু হওয়ার আগেই ফেরেন অধিনায়ক কোজি আবে। ডানহাতি পেসার রোহানাত দৌল্লাহ বর্ষণের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত মাত্র ৩ রানে সাজঘরে ফেরেন এই ব্যাটার।
দলীয় ২৩ রানে জোড়া উইকেট হারানোর পর ৩১ রানের জুটি গড়েন নিহার ও কাটো-স্টাফোর্ড। তবে দুইয়ের আশেপাশেই ছিল জাপানি যুবাদের রানের তোলার গতি।
এরপর আরিফুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে ১৩ রানে ফেরেন কাটো-স্টাফোর্ড। পরের ওভারে পারমারকে নিজের বলে নিজে ক্যাচ নিয়ে আউট করেন রাব্বি। ৮০ বলে ১৮ রান করে ফেরেন এই ওপেনার।
পরের ওভারে শোটারো হিরাটসুকাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন আরিফুল। এরপর ইমনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন চার্লস হিঞ্জ।
টানা চার ওভারে ৪ উইকেট হারিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি জাপান। ২ উইকেটের বিনিময়ে ৫৩ রানের পুঁজি পাওয়া জাপান পরের ৫৮ রান তুলেছেন ৬ উইকেটে।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন মাহফুজুর রহমান রাব্বি ও আরিফুল ইসলাম।
সোমবার (১১ ডিসেম্বর) দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে রীতিমতো ধীর শুরু করে জাপান অনূর্ধ্ব-১৯ দল। প্রথম পাওয়ার প্লে পর্যন্ত ক্রিজে থিতু হলেও ১৭ রানের বেশি সংগ্রহ করতে পারেনি জাপানের ওপেনিং জুটি। আদিত্য ফাড়কেকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে ওপেনিং জুটি ভাঙেন বাঁহাতি পেসার মারুফ মৃধা।
এরপর ব্যাট হাতে নেমে থিতু হওয়ার আগেই ফেরেন অধিনায়ক কোজি আবে। ডানহাতি পেসার রোহানাত দৌল্লাহ বর্ষণের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত মাত্র ৩ রানে সাজঘরে ফেরেন এই ব্যাটার।
দলীয় ২৩ রানে জোড়া উইকেট হারানোর পর ৩১ রানের জুটি গড়েন নিহার ও কাটো-স্টাফোর্ড। তবে দুইয়ের আশেপাশেই ছিল জাপানি যুবাদের রানের তোলার গতি।
এরপর আরিফুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে ১৩ রানে ফেরেন কাটো-স্টাফোর্ড। পরের ওভারে পারমারকে নিজের বলে নিজে ক্যাচ নিয়ে আউট করেন রাব্বি। ৮০ বলে ১৮ রান করে ফেরেন এই ওপেনার।
পরের ওভারে শোটারো হিরাটসুকাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন আরিফুল। এরপর ইমনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন চার্লস হিঞ্জ।
টানা চার ওভারে ৪ উইকেট হারিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি জাপান। ২ উইকেটের বিনিময়ে ৫৩ রানের পুঁজি পাওয়া জাপান পরের ৫৮ রান তুলেছেন ৬ উইকেটে।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন মাহফুজুর রহমান রাব্বি ও আরিফুল ইসলাম।