রাজধানীর যাত্রাবাড়ীতে জামায়াতে ইসলামীর মানববন্ধন কর্মসূচিতে ধাওয়া দিয়েছে পুলিশ।
রোববার (১০ ডিসেম্বর) সকালে যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে মানববন্ধন করে জামায়াতের নেতাকর্মীরা।
মানববন্ধন কর্মসূচিতে পুলিশ আতর্কিতে হামলা চালিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে অভিযোগ করেছে দলটি। এ সময় তাদের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি জামায়াতের।
এ ঘটনায় তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
মানববন্ধনে ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন ও ড. আব্দুল মান্নান, ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি তৌহিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, ঢাকা কলেজ সভাপতি আসিফ তাজওয়ার শিশিরসহ অনেকেই অংশগ্রহণ করেন।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে দলটির নিবন্ধন বাতিল, তফসিল ঘোষণা, গুপ্তহত্যা, গণগ্রেপ্তার ও অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মানববন্ধনটির আয়োজন করা হয়।rtv