১০-১৫ ডিসেম্বর আপিল শুনানি করবে ইসি: সিইসি

আপলোড সময় : ০৬-১২-২০২৩ ০৩:১০:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১২-২০২৩ ০৩:১০:১৭ অপরাহ্ন
ঢাকা, ৫ ডিসেম্বর, ২০২৩ (বাসস)- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আজ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের ওপর আপিল শুনানি করবে।

"আমরা দেখেছি যে সংশ্লিষ্ট কর্মকর্তারা সুন্দরভাবে আপিল গ্রহণ করছেন। এই আপিলগুলি আপিল শুনানির জন্য জমা দেওয়া হবে। 10 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হবে। পুরো কমিশন সিদ্ধান্ত নেওয়ার জন্য আপিলগুলি শুনবে," তিনি বলেছিলেন।

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপিল দায়ের, শুনানি ও নিষ্পত্তির জন্য প্রস্তুত ১০টি অস্থায়ী বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন।

তিনি বলেন, আপিল দায়েরের জন্য ১০টি অঞ্চল নির্ধারণ করা হয়েছে এবং সেই অঞ্চল অনুযায়ী আপিল নিষ্পত্তি করা হবে।

পুরো কমিশনের উপস্থিতিতে দাখিলকৃত আপিল নিষ্পত্তি ও আপিল শুনানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

যারা মনোনয়ন দাখিলের পর সংক্ষুব্ধ তারা আপিল করতে পারেন, আউয়াল বলেন, ইসির রিটার্নিং অফিসাররা মনোনয়নপত্র যাচাই-বাছাই করে গ্রহণ করেন যেখানে কিছু বাতিল হয়।

যাদের মনোনয়নপত্র বাতিল এবং যাদের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে তাদের বিরুদ্ধে আপিল করা যাবে বলে জানান সিইসি।

তিনি বলেন, আপিলের জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে এবং যে কেউ ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩