৪০ হাজার টাকা বেতনে চাকরি

আপলোড সময় : ০৫-১২-২০২৩ ১১:০৭:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-১২-২০২৩ ১১:১১:২৯ পূর্বাহ্ন
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড ব্যাংক বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। সম্প্রতি ব্যাংকটি অফিসার অন প্রবেশন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন।


প্রতিষ্ঠানের নাম: সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড

পদের নাম: অফিসার অন প্রবেশন


শূন্য পদ: নির্দিষ্ট নয়

চাকরির ধরন: ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা:

    স্বনামধন্য বিশ্ববিদ্যালয়/ কলেজ/ প্রতিষ্ঠান থেকে এমবিএ/ এমবিএম/ মাস্টার্স/ ৪ বছরের স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কমপক্ষে তিনটি প্রথম বিভাগ/ শ্রেণি বা সমমানের সিজিপিএ/ জিপিএ
    একাডেমিক রেকর্ডে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ/ জিপিএ গ্রহণযোগ্য নয়।
    "O" এবং "A" লেভেলে ন্যূনতম "B"।

বয়সসীমা:

    ১৫ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত বয়স ৩০ বছরের বেশি নয়
    মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ১৫ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত বয়স ৩২ বছরের বেশি নয়

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ:

    বিশেষ করে এমএস অফিসে দক্ষ কম্পিউটার অপারেটিং দক্ষতা
    বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় কার্যকর মৌখিক যোগাযোগ দক্ষতা
    বাংলাদেশি নাগরিক হতে হবে

কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থানে

বেতন: শিক্ষানবিস অফিসার হিসেবে ৪০,০০০/- টাকা মাসিক বেতন। প্রবেশন মেয়াদ সন্তোষজনকভাবে সমাপ্ত হলে সুবিধা ও ভাতাসহ মোট ৫৫,৪০৫ টাকা মাসিক বেতন

আবেদনের মাধ্যম: অনলাইন

আবেদনের শেষ দিন: ১৫ ডিসেম্বর ২০২৩

বিস্তারিত দেখুন এখানে https://sbachr.com/whitehrhunting/index-connect.php

 

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩