সুষ্ঠু নির্বাচন স্বার্থে ওসিদের রদবদল, স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ০৩-১২-২০২৩ ০৩:৩৬:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১২-২০২৩ ০৩:৩৬:১৯ অপরাহ্ন
নির্বাচন প্রভাবিত হতে পারে, এ কারণেই সব থানার ওসিদের রদবদলের সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচন স্বার্থে এই সিদ্ধান্ত বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


রাজধানীর খামারবাড়িতে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠান শেষে আজ রোববার সকালে সাংবাদিকদের এক প্রশ্নে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত অবরোধ-হরতাল কর্মসূচির নামে অগ্নিসংযোগ ও নাশকতা করছে। তাদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতাকারীদের ধরিয়ে দিতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তি‌নি।


স্বরাষ্ট্রমন্ত্রী ব‌লেন, নির্বাচনকে ভয় পায় বলেই বিএনপি নাশকতা ও অগ্নিসংযোগ করছে। মন্ত্রী বলেন, নাশকতাকারীদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেই নির্বাচনে যেতে ভয় পায় বিএনপি।

এর আগে, গত শুক্রবার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) ও উপজেলা নির্বাহী অফিসারদেরও (ইউএনও) পর্যায়ক্রমে বদলি চায় নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো পৃথক চিঠিতে ইসির এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩