বিএনপি ভোটে না এলেও অংশগ্রহণমূল নির্বাচন হচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিদেশীরা যেমন সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, প্রধানমন্ত্রী ঠিক সেই রকমই সুষ্ঠু নির্বাচনের আয়োজন করছে বলেও দাবি তাঁর। আজ বুধবার দোহার ও নবাবগঞ্জে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন সালমান এফ রহমান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিতে বুধবার সকালে নির্বাচনী এলাকায় আসেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা ১ আসনের বর্তমান সংসদ সদস্য সালমান এফ রহমান। এসময় ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা।
শুরুতেই নবাবগঞ্জ উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নবাবগঞ্জ উপজেলা নির্বহী কর্মকর্তার কার্যালয়ে তাঁর মনোনয়ন পত্র জমা দেন সালমান এফ রহমান। পরে তিনি বলেন, ভোট নিয়ে নানা ষড়যন্ত্র এরই মধ্যে ব্যার্থ প্রমানিত হয়েছে।
এরপর, নবাবগঞ্জ থেকে দোহার যাওয়ার পথে বিভিন্ন এলাকায় সড়কে আগে থেকেই অবস্থান নেওয়া নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পরে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতেও মনোনয়ন পত্র জামা দেন সালমান এফ রহমান।
সেখানেও গণমাধ্যমকে তিনি বলেন, দেশে এখন ভোট উৎসব শুরু হয়েছে। দু'একটি দল ছাড়া সবাই ভোটে অংশ নিচ্ছে। দেশের উন্নয়নের স্বার্থে আবারো সবাইকে নৌকায় ভোট দেয়ার আহ্বানও জানান সালমান এফ রহমান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিতে বুধবার সকালে নির্বাচনী এলাকায় আসেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা ১ আসনের বর্তমান সংসদ সদস্য সালমান এফ রহমান। এসময় ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা।
শুরুতেই নবাবগঞ্জ উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নবাবগঞ্জ উপজেলা নির্বহী কর্মকর্তার কার্যালয়ে তাঁর মনোনয়ন পত্র জমা দেন সালমান এফ রহমান। পরে তিনি বলেন, ভোট নিয়ে নানা ষড়যন্ত্র এরই মধ্যে ব্যার্থ প্রমানিত হয়েছে।
এরপর, নবাবগঞ্জ থেকে দোহার যাওয়ার পথে বিভিন্ন এলাকায় সড়কে আগে থেকেই অবস্থান নেওয়া নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পরে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতেও মনোনয়ন পত্র জামা দেন সালমান এফ রহমান।
সেখানেও গণমাধ্যমকে তিনি বলেন, দেশে এখন ভোট উৎসব শুরু হয়েছে। দু'একটি দল ছাড়া সবাই ভোটে অংশ নিচ্ছে। দেশের উন্নয়নের স্বার্থে আবারো সবাইকে নৌকায় ভোট দেয়ার আহ্বানও জানান সালমান এফ রহমান।