বিশ্বকাপে দাপট দেখিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত।

আপলোড সময় : ১৯-১১-২০২৩ ০৩:১১:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৩ ০৩:১১:৫৯ অপরাহ্ন
স্পোর্ট ডেস্ক: স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামছে ১৩তম ওয়ানডে বিশ্বকাপের। রোববার (১৯ নভেম্বর) বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম মাঠে নামছে এই দু'দল। ফাইনালে টস জিতে বোলিংয়ের করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

টসে হেরে ব্যাটিংয়ে যেতে হবে, এ ব্যাপারে রোহিত শর্মার প্রতিক্রিয়া কী জানতে চাওয়ায় তিনি বলেনচ, টস জিতলেও আমরা ব্যাটিংই করতাম।

বিশ্বকাপে দাপট দেখিয়ে ফাইনালে জায়গা করে নেয় স্বাগতিক ভারত। বিশ্বকাপের প্রথম পর্বে ৯টি ও সেমিফাইনালসহ টানা ১০ ম্যাচ জিতে অপরাজিত থেকে ফাইনালে নাম লেখায় স্বাগতিকরা। এখন বাকী শুধু একটি ম্যাচ। ফাইনাল জিতলেই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে ভারত।

ফাইনালে মাঠে উপস্থিত থাকবেন প্রায় ১ লাখ ৩০ হাজার ভারতীয় সমর্থক। সমর্থকদের তৃতীয় শিরোপা উপহার দিতে প্রস্তুত ভারত।

অন্যদিকে, 'হেক্সা মিশন' কমপ্লিট করার দ্বারপ্রান্তে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বিশ্বকাপে শুরুটা ভালো না হলেও ঠিকই ফাইনালে জায়গা করে নিয়েছে অজিরা। টানা দুই হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল অস্ট্রেলিয়া। এরপর টানা জয় পায় তারা। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে অজিরা।

ফাইনালে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছিলেন, ভারতীয় লাখো দর্শককে চুপ করিয়ে দেওয়াই লক্ষ্য তাদের।

দেখে নেওয়া যাক দুই দেশের লাইনআপ:

ভারত লাইনআপ

রোহিত শর্মা, সুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে. এল. রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ

অস্ট্রেলিয়া লাইনআপ

ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মারনুস লাবুসচাগনে, গ্লেন ম্যাক্সওয়েল, জোশ ইনগলিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩