অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ বন্ধ করুন,মার্টিন গ্রিফিথস

আপলোড সময় : ১৮-১১-২০২৩ ০৩:৫৯:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৩ ০৩:৫৯:২১ অপরাহ্ন
ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সংকট অসহনীয় হয়ে উঠেছে জানিয়ে অবিলম্বে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করে গাজার মানুষকে বেঁচে থাকার সুযোগ দিতে ইসরায়েলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবিক সহায়তা ও জরুরি ত্রাণ বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস। শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের এই কর্তকর্তা এ আহ্বান জানান। খবর আল জাজিরার।


বিবৃতিতে জাতিসংঘের মানবিক সহায়তা ও জরুরি ত্রাণ বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, 'ইসরায়েলের উচিত গাজার জনগণকে একটি যুদ্ধবিরতি দেওয়া। কারণ উপত্যকায় মানবিক সংকট অসহনীয় হয়ে উঠেছে।'

মার্টিন গ্রিফিথস বলেন, 'যেকোনো মাপকাঠিতে সন্দেহাতীতভাবে গাজার মানবিক সংকট অসহনীয় এবং এই অবস্থা চলতে পারে না।'


'বেসামরিক নাগরিকদের নিরাপদে চলাচলের জন্য অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ বন্ধ করুন। সেখানে মানবিক সহায়তা সরবরাহের জন্য সহযোগিতা করুন।'- বলেন মার্টিন গ্রিফিথস।

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক এই কর্মকর্তা আরও বলেন, 'গাজার সাধারণ মানুষদের একটু শ্বাস নিতে দিন। গত কয়েক সপ্তাহ ধরে তারা ভয়ানক পরিস্থিতি মধ্যে বেঁচে আছে।'

গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয়। ইসরায়েলের হামলায় হাসপাতাল, আশ্রয়কেন্দ্র, মসজিদ, গির্জা — কিছুই বাদ যাচ্ছে না। ইসরায়েলি সেনাদের হামলায় এ পর্যন্ত সাড়ে ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে প্রায় সাড়ে ৪ হাজারের বেশি শিশু। এছাড়া আহত হয়েছেন প্রায় ৩২ হাজার মানুষ

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩