অবরোধের সমর্থনে একটি দুধের লরিতে অগ্নিসংযোগ

আপলোড সময় : ১৬-১১-২০২৩ ০৪:২১:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৩ ০৪:২১:১৭ অপরাহ্ন
বগুড়ায় অবরোধের সমর্থনে একটি দুধের লরিতে অগ্নিসংযোগ ও কয়েকটি ট্রাক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে সদরের এরুলিয়া ও ঘুনিয়াতলায় এসব ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটে।

বিএনপি-জামায়াতের পঞ্চম দফা অবরোধের দ্বিতীয় দিনে বগুড়া সদরের ঘুনিয়াতলা এলাকায় দুর্বৃত্তরা দুগ্ধ বহনকারী একটি লরিতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়ায় দুইটি ট্রাকেও ভাঙচুর চালায় তারা।

এদিকে, অবরোধের সমর্থনে সদরের ঘুনিয়াতলা ও সুজাবাদ এলাকায় বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিতে গেলে পুলিশের বাধার কারণে পিছু হটে। অন্যদিকে নিশ্চিন্তপুরে জামায়াত-শিবির একটি মিছিল বের করে সেখানে এক ঘণ্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে।


দূরপাল্লার বাস চলাচল না করলেও পণ্যবাহী যানবাহন চলাচল করছে পুলিশের সহায়তায়। জনজীবন স্বাভাবিক রাখতে বগুড়া প্রতিটি রাস্তার মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩