ঢাকা , বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

র‍্যাব হেফাজতে জেসমিনের মৃত্যু: হাইকোর্টের অসন্তোষ

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৫-১০-২০২৩ ০৩:২৭:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১০-২০২৩ ০৩:২৭:০৩ অপরাহ্ন
র‍্যাব হেফাজতে জেসমিনের মৃত্যু:  হাইকোর্টের অসন্তোষ ফাইল ছবি :
নওগাঁয় র‍্যাবের হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রতিবেদনকে অস্পষ্ট ও অসন্তোষজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বে গঠিত দ্বৈত বেঞ্চ আজ রোববার এমন মন্তব্য করেন। সেই সঙ্গে সুলতানা জেসমিনকে তুলে নেওয়ার ঘটনা কেনো অবৈধ হবে না জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট। ২৯ নভেম্বর এই রুলের ওপর শুনানি শুরু হবে।

আদালত বলেন, প্রতিবেদনটি অস্পষ্ট। প্রতিবেদনে সুলতানা জেসমিনকে গ্রেপ্তারের প্রক্রিয়া সম্পর্কে কিছু বলা হয়নি। তাঁকে গ্রেপ্তারের পর আত্মীয়স্বজনকে জানানো হয়েছিল কি না— সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। এ কারণে আদালত এ প্রতিবেদনে অসন্তুষ্ট।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনোজ কুমার ভৌমিক।

গত ২২ মার্চ সকালে নওগাঁ শহরের নওযোয়ান মাঠের সামনে থেকে সুলতানা জেসমিনকে আটক করে র‍্যাব। এরপর র‍্যাব হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে ২৪ মার্চ সকালে রামেক হাসপাতালের আইসিইউতে মারা যান জেসমিন।সি/২৪

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ