ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কিভাবে দক্ষ লিডার হবেন ?

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০২-১০-২০২৩ ০৭:৪৩:১০ অপরাহ্ন
আপডেট সময় : ০২-১০-২০২৩ ০৭:৪৩:১০ অপরাহ্ন
কিভাবে  দক্ষ লিডার হবেন ? ফাইল ছবি :
লিডার বানানো যায় না বা চাপিয়ে দেয়া যায় না, নিজের কাজ, ত্যাগ, ভালোবাসা ও বিনয় দিয়ে এটা অর্জন করতে হয়।

১। ব্যপক ধৈর্য ও শোনার মানসিকতা
২। ত্যাগ ও শেয়ারিং করার মানসিকতা
৩। সাহসী, বিনয় ও পজিটিভ ব্যক্তিত্বের অধিকারি
৪। অন্যদের চেয়ে বেশী কাজ করা
৫। কথা বলার দক্ষতা অর্জন ও উৎসাহিত করতে পারা
৬। সমস্যা দেখলেই নিজে থেকে এগিয়ে গিয়ে সমাধান করা
৭।অন্যকে নেতৃত্ব দেয়ার সুযোগ তৈরি করে দেয়া
৮। অভিযোগ নয়, সমাধান দেখিয়ে দেয়া ও সমস্যা সমাধানের দক্ষতা
৯। দুঃসময়ে পাশে থাকা
১০। সবাইকে ভালোবাসা ও সম্মান করা...
লিডার হয়ে কেউ জন্মায় না, তাঁদের তৈরি করে নিতে হয়...

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ