ঢাকা , বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কাঁঠালিয়ায় ইউএনও অফিসের নাইমুর ইসলাম নাইমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৭-০৯-২০২৩ ০৪:০১:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৯-২০২৩ ০৪:০১:২৩ অপরাহ্ন
কাঁঠালিয়ায় ইউএনও অফিসের  নাইমুর ইসলাম নাইমের বিরুদ্ধে দুর্নীতির  অভিযোগ ফাইল ছবি :
কাঁঠালিয়ায় ইউএনও অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা নাইমুর ইসলাম নাইমের বিরুদ্ধে দুনীতির অভিযোগ কাঁঠালিয়া সংবাদদাতা বরিশাল বিভাগের ঝালকাঠি জেলাধীন কাঁঠালিয়া উপজেলার ইউএনও অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা নাইমুর ইসলাম নাইমের বিরুদ্ধে সরকারি বরাদ্দের ৩০-৪০ শতাংশ কমিশন বাণিজ্য, ঘুষ-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বেনামি একাউন্টের মাধ্যমে লাখ লাখ টাকা স্থানান্তরসহ দুর্নীতির আলামত নষ্টের জন্য অগ্নিকাণ্ড ও চুরির ঘটনা সাজানোর অভিযোগ করা হয়েছে। কয়েক বছর আগে দুপুরে ইউএনও অফিসে মেয়ে সহ ধরা পরে এনিয়ে, ইউএনও অফিসের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে প্রধান প্রধান সড়কে ঝাড়ু মিছিল করে সহস্রাধিক নারী-পুরুষ। কাঁঠালিয়া ইউএনও অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা নাইমুর ইসলাম নাইমের অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে কাঁঠালিয়া উপজেলা বার্সি কয়েক বছর আগে অভিযোগ করা হয়, কাঁঠালিয়াতে ইউএনও অফিসে যোগদানের পর থেকে টিআর, জিআর, কাবিখা, এডিপি, এলজিএসপিসহ উপজেলা পরিষদের সরকারি বরাদ্দে নানা অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও প্রকাশ্য ঘুষ বাণিজ্য করে আসছেন। দুর্নীতির আলামত নষ্ট করতে গত কয়েক বছর আগে সকালে ইউএনওর কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটানো হয়। পরে ঘটনাটি তদন্ত কমিটির মাধ্যমে বৈদ্যুতিক শর্ট সার্কিট হিসেবে প্রকাশ করেন। অপরদিকে সহকারী কমিশনার-ভূমির (এসিল্যান্ড) পদটি কয়েক বছর আগে শূন্য হওয়ার পরও তদবির করে ইউএনও অতিরিক্ত এসিল্যান্ডের দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পেয়ে, নাইমকে সবধরনের কাজের অনুমতি দেয় - সেই সুবোধ কাজে লাগিয়ে ভূমি অফিসের জমিজমার প্রতিটি খারিজে তিনি প্রকাশ্য উৎকোচ আদায়সহ নানা অনিয়ম করে আসছেন।এছাড়া গুরুত্বপূর্ণ তথ্য ও নথি গোপন করতে গত কয়েক বছর আগে রাতে উপজেলা ভূমি অফিস ও সদর ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনা ঘটানো হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়নি কোনো ক্লু উদ্ঘাটন হয়নি। অভিযোগ আছে, গণমাধ্যমকর্মীরা তথ্য অধিকার আইনে আবেদন করলেও অনিয়ম ঢাকতে সরকারি দপ্তরের কোনো তথ্য দেন না তিনি। এসব কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় বক্তারা তার দ্রুত অপসারণ দাবি করেন। নাইমের বিষয়ে জানতে চাইলে ঘুষ-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানতে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মুঠোফোনে বলেন আমি নতুন যোগদান করছি অভিযোগ পেলে ব্যবস্থা নেও হবে" এ ব্যাপারে ঝালকাঠির জেলা প্রশাসক বলেন, ইউএনও অফিসের সহকারী প্রশাসনিক কমর্কর্তা নাইমুর ইসলাম নাইমের বিরুদ্ধে দুনীতির অভিযোগের বিষয়টি শুনেছি। অভিযোগ খতিয়ে দেখা হবে। কাঁঠালিয়া উপজেলা দোকানদার'রা বলেন নাইম কয়েক কুটি টাকার মালিক ৩আমুয়া বাজারে জমি রাখছে, নামে বে-নামে বহু টাকার মালিক নাইম, আশ্রয়ন প্রকল্পের ঘর দিয়ে প্রতিজন থেকে ৫০০০ হাজার টাকা নিয়েছে নাইম " বাড়িতে একটি বাড়ি একটি রাস্তা নিয়েছে রাস্তাটির জন্য কাঠালিয়া পিআই অফিস থেকে বরাদ্দ নিছে এভাবে অসংখ্য অভিযোগ রয়েছে নাঈমুল ইসলাম নাঈমের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের সহ কাঠালীয়া উপজেলায় সরকারি অফিস বেসরকারি অফিস সব ধরনের কাজে দুর্নীতি করে আসছে" এবিষে নাঈমুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি শুধু নীতির কথা অস্বীকার করেন " প্রথম পর্ব চোখ রাখুন দ্বিতীয় পর্ব

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ