ঢাকা , শনিবার, ০৪ মে ২০২৪ , ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশের ‘সাপোর্ট’ সেবা চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৭-০৮-২০২৩ ০৪:৫৪:২২ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৮-২০২৩ ০৪:৫৪:২২ অপরাহ্ন
পুলিশের ‘সাপোর্ট’ সেবা চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ছবি : সংগৃহীত
এইচএসসি পরীক্ষার্থীদের সহায়তায় পুলিশের সেবা ‘সাপোর্ট’

ভুল কেন্দ্রে আসা কিংবা যানজটে আটকা শিক্ষার্থীদের পুলিশের মোটরসাইকেলে করে দ্রুত কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য পুলিশের ‘সাপোর্ট’ সেবা চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মিরপুর মডেল থানা।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন পিপিএম-বার ডিএমপি নিউজকে জানান, আজ একজন এইচএসসি পরীক্ষার্থী ভুল করে মিরপুর গার্লস আইডিয়াল কলেজে চলে আসে কিন্তু তার পরীক্ষা কেন্দ্র ছিলো ঢাকা মডেল কলেজ। মিরপুর মডেল থানা পুলিশ পুলিশের গাড়িতে করে সেই শিক্ষার্থীকে অতিদ্রুত তার মূল পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে আসে।

তিনি বলেন, প্রতিবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় অনেক পরীক্ষার্থী ভুল করে অন্য কেন্দ্রে চলে যায়। যখন তারা বুঝতে পারে তখন তাদের হাতে পর্যাপ্ত সময় থাকে না মূল পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর। এমন সমস্যার সম্মুখীন পরীক্ষার্থীদের বিগত সময়েও পুলিশ তাদের গাড়িতে করে মূল পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছে। এ বিষয়টি মাথায় রেখেই এবার মিরপুর মডেল থানা পুলিশ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুলিশি সেবা ‘সাপোর্ট’ চালু করেছে।

তিনি বলেন, ‘সাপোর্ট’ নামে এই সেবার আওতায় ভুল কেন্দ্রে আসা শিক্ষার্থীদের পুলিশের গাড়িতে মূল কেন্দ্রে পৌঁছে দেওয়া, যানজটে আটকা শিক্ষার্থীদের পুলিশের মোটরসাইকেলে কেন্দ্রে পৌঁছে দেওয়া, ভুলে প্রবেশপত্র বাসায় রেখে আসলে তা আনতে সহযোগিতা করাসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার শুরু হওয়া এইচএসসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্রের সামনে ফুল, কলম ও চকলেট দিয়ে পরীক্ষার্থীদের স্বাগত জানানো হয়, যোগ করেন ওসি মহসিন।ডিএমপি নিউজ:

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ