ঢাকা , রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঋণ দুর্নীতির ১১ মামলার মধ্যে এক মামলার রায়

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৯-০৩-২০২৪ ১২:৫৭:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৩-২০২৪ ১২:৫৭:৫৭ অপরাহ্ন
ঋণ দুর্নীতির ১১ মামলার মধ্যে এক মামলার রায় ফাইল ছবি

হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের প্রায় ৪ হাজার কোটি টাকার ঋণ দুর্নীতির ১১ মামলার মধ্যে এক মামলার রায়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তাঁর স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জেসমিন ইসলামসহ মোট ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আবুল কাশেমের আদালত এ রায় দেন।

সাজাপ্রাপ্ত অন্যরা হলেন—সাইফুল হাসান, আব্দুল মতিন, তুষার আহমেদ, মির জাকারিয়ার, সাইফুল রাজা, আব্দিল মালেক ও মো. তসলিম।

গত ২৮ জানুয়ারি মামলার যুক্তি-তর্কের শুনানি শেষে আদালত রায়ের তারিখ ২৮ ফেব্রুয়ারি ঠিক করেছিলেন। তবে ওই দিন রায় থেকে মামলাটি উত্তোলন করে আরও দুই জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য দুদকের পক্ষ থেকে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এরপর দুই ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। গত ১২ মার্চ দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ১৯ মার্চ ঠিক করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ