ঢাকা , সোমবার, ১৩ মে ২০২৪ , ৩০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকার গুলশানে শুরু হয়েছে আন্তর্জাতিক কাপড়ের মেলা

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৩-০১-২০২৪ ০২:০৮:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০১-২০২৪ ০২:০৮:৪৯ অপরাহ্ন
ঢাকার গুলশানে শুরু হয়েছে আন্তর্জাতিক কাপড়ের মেলা ফাইল ছবি
ঢাকার গুলশানে শুরু হয়েছে আন্তর্জাতিক কাপড়ের মেলা 'জেড এন্ড জেড ফেব্রিক উইক'। ২০২৫ সালে আমাদের ফ্যাশন পণ্যে কোন ধরণের ফেব্রিক আসছে তারই ধারণা দিতে এই আয়োজন করছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক বাজারকে মাথায় রেখে আগামী বছরের গ্রীষ্মের কাপড় নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

আন্তর্জাতিক বাজারে বেশ কদর রয়েছে তাদের ফেব্রিকের।আন্তর্জাতিক বাজারে বেশ কদর রয়েছে তাদের ফেব্রিকের।

১৪তম জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক সপ্তাহ শুরু হয়েছে ১৮ জানুয়ারি। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। ২০২৫ সালকে মাথায় রেখে নতুন ইনোভেশন এবং কাপড় এনেছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক বাজারে কাপড় প্রদর্শনের জন্য বরাবরের এই আয়োজন করছে গুলশানে তাদের নিজস্ব মার্কেটিং অফিসের ডিজাইন স্টুডিওতে। জাবের এন্ড জুবায়েরের এটি ১৪তম আন্তর্জাতিক ফেব্রিক মেলা। প্রতিষ্ঠানটি এই আন্তর্জাতিক কাপড়ের মেলার আয়োজন করে আসছে ২০১৭ সাল থেকে। প্রতি বছরই দুবার এই আয়োজন করে প্রতিষ্ঠানটি। একটি মেলা আয়োজিত হয় বসন্ত/গ্রীষ্ম কালেকশন, অন্যটি শীত ও শরৎকালের বাজারকে ঘিরে।

এবারের মেলায় প্রদর্শিত বেশিরভাগ ফেব্রিকই পরিবেশবান্ধব ও টেকসই উপাদানে তৈরি। মোট ২০০টি নতুন ডিজাইনের কালেকশন এবং ৫০টি নতুন উদ্ভাবিত কাপড় নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। এবারের মেলায় পাট, কটনা, একুয়াক্স (নাইলন), এরোহিট, হাইপার স্ট্রেচ ফেব্রিক, বেনানা ফাইবার, সরোনা ফাইবার, ব্যাম্বো ফাইবার, থার্মোলাইট, এয়ারথার্ম, ইলাস্টোমাল্টিস্টের ও ইলাস্ট্রেল ইত্যাদি পরিবেশবান্ধব কাঁচামাল ব্যবহার করে তৈরি কাপড়গুলো প্রদর্শিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ