ঢাকা , সোমবার, ১৩ মে ২০২৪ , ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আগামীকাল হালকা বৃষ্টির পূর্বাভাস

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৬-০১-২০২৪ ১২:৫৭:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০১-২০২৪ ১২:৫৭:১৬ অপরাহ্ন
আগামীকাল হালকা বৃষ্টির পূর্বাভাস ফাইল ছবি
মাঘের শুরুতেই কন কনে ঠান্ডা। আজ সকালেও কুয়াশায় ঢাকা পরেছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান। রাজধানী ঢাকাতে আজ সর্বনিম্ন তাপমাত্রা গতকালের চেয়ে কমেছে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস। ফলে শীতের অনুভূতিও বেশি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, গতকাল রোদ ওঠার কারণে তাপমাত্রা কমে গেছে আরও এক ডিগ্রি। গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সূর্যের মুখ দেখা গিয়েছিল। আজও দুপুরের পর থেকে বিভিন্ন স্থানে আলোর মুখ দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

কয়েক দিন ধরেই দেশের কয়েকটি অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে আজ দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। তবে আগামীকাল হালকা বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

প্রায় পাঁচ দিন ধরে একাধিক অঞ্চলে বয়ে গেছে মৃদু শৈত্যপ্রবাহ। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বরিশালে ৯ ডিগ্রি সেলসিয়াস। আর মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, ভোলা ও দিনাজপুরের ওপর দিয়ে বয়ে গেছে মৃদু শৈত্যপ্রবাহ।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে- ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা গতকালের চেয়ে আরও কমেছে। গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ তা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এ জন্য শীতের পরিমাণ একটু বেশি আজ।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আগামীকাল খুলনা অঞ্চলে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ঢাকাসহ পাঁচ বিভাগের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ