ঢাকা , রবিবার, ০৫ মে ২০২৪ , ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শিশু আয়ানের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৫-০১-২০২৪ ০২:৫১:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০১-২০২৪ ০২:৫১:০৬ অপরাহ্ন
শিশু আয়ানের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল ফাইল ছবি

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় কেন তার পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি কেন সংশ্লিষ্ট চিকিৎসকের লাইসেন্স ও ইউনাইটেড হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল জারি।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এই রুল জারি করেন।

    ঈদে মা-বাবার সঙ্গে বাড়ি ফেরা হলো না আয়ানেরঈদে মা-বাবার সঙ্গে বাড়ি ফেরা হলো না আয়ানের

পাশাপাশি এই ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরকে সাত দিনের মধ্যে প্রতিবেদন প্রদান করতে বলা হয়েছে। এছাড়া এক মাসের মধ্যে দেশের সব অনুমোদিত এবং অননুমোদিত হাসপাতালের তালিকা আদালতে জমা দিতে বলেছেন হাইকোর্ট।

গত ৯ জানুয়ারি ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল, সংশ্লিষ্ট চিকিৎসকের সনদ বাতিল এবং এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ বি এম শাহজাহান আকন্দ মাসুম জনস্বার্থে এ রিট দায়ের করেন।

গেল ৩১ ডিসেম্বর আয়ানকে ফুল অ্যানেস্থেশিয়া দিয়ে খতনা করায় সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। অপারেশনের কয়েক ঘণ্টা পরও জ্ঞান না ফেরায় সেখান থেকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয় আয়ানকে। সেখানে ৭ দিন পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) লাইফ সাপোর্টে রাখার পর গত ৭ জানুয়ারি আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

এ ঘটনায় চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তদন্তে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এরই মধ্যে এই ঘটনায় বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (১৪ জানুয়ারি) এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের নিবন্ধন না থাকায় এই নির্দেশ দেওয়া হয়েছে।indi/tv

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ