ঢাকা , সোমবার, ১৩ মে ২০২৪ , ৩০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মেসিকে মনে করিয়ে দেওয়া গোল করেছেন ব্রাহিম দিয়াস

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৮-১২-২০২৩ ০২:০৫:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১২-২০২৩ ০২:০৫:৫১ অপরাহ্ন
মেসিকে মনে করিয়ে দেওয়া গোল করেছেন ব্রাহিম দিয়াস ফাইল ছবি
ম্যাচের স্কোরলাইন মন ভালো করে দেওয়ার মতো। আজ জিরোনার ম্যাচ আছে আলাভেসের বিপক্ষে। সে ম্যাচ জিতলেই আবার এক শীর্ষে উঠে যাবে লা লিগার চমক। কিন্তু যে সপ্তাহে বার্সেলোনা ড্র করেছে এবং আতলেতিকো মাদ্রিদ হেরে বসেছে, সে সপ্তাহে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে হারিয়েছে রেয়াল মাদ্রিদ।

ফলে অন্তত এক দিনের জন্য হলেও লিগ শীর্ষে উঠেছে মাদ্রিদ, মেসিকে মনে করিয়ে দেওয়া গোল করেছেন ব্রাহিম দিয়াস। কিন্তু মূল একাদশের আরও এক খেলোয়াড়কে চোটের কাছে হারিয়েছে মাদ্রিদ। হয়তো পুরো মৌসুমের জন্যই ছিটকে গেছেন দাভিদ আলাবা।

নিকট অতীতে ভিয়ারিয়াল মাদ্রিদের জন্য চিন্তার কারণ হতো। কিন্তু গতকাল ম্যাচের শুরু থেকেই দাপট মাদ্রিদের। মদ্রিচের একটি শট ক্রসবারে লেগেছে। এ নিয়ে হা-হুতাশ করার আগেই ২৫ মিনিটে এগিয়ে যায় মাদ্রিদ। মৌসুমে নিজের ১৭তম গোলের দেখা পেয়ে গেছেন ইংলিশ মিডফিল্ডার।

কিন্তু ১০ মিনিট পরই চোটে পড়েন আলাবা। সে ধাক্কা সামলে ২ মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। ৫৪ মিনিটে গোল করেন হোসে মোরালেস। ৬৮ মিনিটে গোল পান মদরিচ। অবশ্য এর চার মিনিট আগেই হয়েছে দিয়াসের সেই গোল।

ফ্রান গার্সিয়ার নামের পাশে অ্যাসিস্ট লেখা আছে। কিন্তু স্প্যানিশ লেফট ব্যাক হয়তো বাকি জীবনে এত কম কষ্টে এভাবে অ্যাসিস্ট পাবেন না। নিজের অর্ধ থেকে গার্সিয়া বল পাঠিয়েছিলেন ব্রাহিম দিয়াসের কাছে। মাঝমাঠে বল পাওয়া দিয়াসে সামনে কোনো মাদ্রিদ খেলোয়াড় ছিলেন না। এমন সময় ব্যাক পাস দেওয়াটাই যৌক্তিক।

কিন্তু দিয়াস শরীরের এক মোচড়ে পাশে থাকা মান্দিকে ছিটকে ফেলে দিলেন। মাঠের বাঁ প্রান্ত দিয়ে এক ছুট লাগালেন। তাঁর আঁকাবাঁকা দৌড়ের কারণে ভিয়ারিয়াল ডিফেন্ডাররা স্লাইডিং ট্যাকল করে থামানোর চেষ্টাও করতে পারছিলেন না।

ডি-বক্সে ঢুকে একবার শট নেওয়ার ভান করলেন, তাতে বিভ্রান্ত হয়ে ছিটকে পড়লেন আরেক ডিফেন্ডার।  এবার দুর্বল ডান পায়ে নিলেন শট। গোলকিপার ঝাঁপিয়ে গ্লাভস লাগাতে পারলেও গোল ঠেকাতে পারেননি।

বার্নাব্যুতে এমনই এক গোল করেছেন দিয়াস, যে গোলের পর মাঠ ছাড়ার সময় গ্যালারি দাঁড়িয়ে কড়তালি দিয়েছে। সাধারণত শুধু অনুশীলনের ভিডিওতে দিয়াসকে এমন গোল করতে দেখা গেলেও এই প্রথম কোনো ম্যাচে এমন গোল করতে পেরে খুশি দিয়াস, 'আমি সবসময় এই ধরনের ড্রিবলিং করার চেষ্টা করি। আজ সেটা সঠিকভাবে করতে পেরেছি এবং গোল হয়েছে। নিঃসন্দেহে আমার ক্যারিয়ারের অন্যতম সেরা গোল, বিশেষ করে বার্নাব্যুতে। সান্তিয়াগো বার্নাব্যুতে হওয়ায় এটা আরও বিশেষ, স্বপ্ন সত্যি হলো।'

এমন এক গোল বার্নাব্যুকে জাগিয়ে তুললেও কোচ কার্লো আনচেলত্তির অস্বস্তি দূর করতে পারছে ন। এই মৌসুম এমনিতেই ব্যাকফুটে থেকে শুরু করেছে মাদ্রিদ। মৌসুমের শুরুতেই এসিএলের চোট পেয়ে ছিটকে গেছেন মূল গোলকিপার থিবো কর্তোয়া ও ডিফেন্ডার এদের মিলিতাও। গতকাল ম্যাচের ৩৫ মিনিটে চ্যাম্পিয়নস লিগ জেতানো সেন্টারব্যাকের অন্যজন দাভিদ আলাবাও এসিএলের চোটে মাঠ ছেড়েছেন।

এ মৌসুমে শুধু মাদ্রিদ নয়, প্রায় সব দলেরই প্রচুর খেলোয়াড় এসিএলের চোটে পড়েছেন। উয়েফা, ও ফিফার অর্থলোভের কারণে ফুটবলারদের এখন অতিরিক্ত ম্যাচ খেলতে হচ্ছে। এটাই প্রভাব ফেলছে খেলোয়াড়দের ফিটনেসে। আনচেলত্তি তাই একটু অন্যভাবেই দায় দিয়েছেন, 'এই প্রথম আমার সঙ্গে এমন কিছু ঘটল, আমার তিনজন খেলোয়াড়ের এসিএল ছিড়েছে।'

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ