ঢাকা , সোমবার, ১৩ মে ২০২৪ , ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শরিক তিন দলের জন্য ৭টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৫-১২-২০২৩ ০৬:৩৭:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১২-২০২৩ ০৬:৩৭:৩৮ অপরাহ্ন
শরিক তিন দলের জন্য ৭টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ ফাইল ছবি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরিক তিন দলের জন্য ৭টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এতে বেশির ভাগ আসনে ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগ নেতারা। তাদের অনেকে স্বতন্ত্র প্রার্থী ও স্থানীয় আওয়ামী লীগ নেতার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন। তবে অনেকেই বলছেন, নৌকাকে জয়ী করাই তাদের লক্ষ্য।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় জোট নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে শরিকদের ৭টি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় আওয়ামী লীগ। এর মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে তিনটি, জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) তিনটি ও জাতীয় পার্টিকে (জেপি) একটি আসন ছাড়া হয়েছে।

ওয়ার্কার্স পার্টি পেয়েছে বরিশাল-৩, রাজশাহী-২ ও সাতক্ষীরা-১। জাসদ কুষ্টিয়া-২, লক্ষ্মীপুর-৪, ও বগুড়া-৪ আর জেপি পিরোজপুর-২।

বরিশাল-৩ আসনে প্রার্থিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু মনোনয়নপত্র জমা দিয়েছেন কুষ্টিয়া-২ আসনে আর জেপি সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু নির্বাচন করছেন পিরোজপুর-২ আসন থেকে।

এছাড়া রাজশাহী-২ আসনে ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, সাতক্ষীরা-১ এ একই দলের মোস্তফা লুৎফুল্লাহ আহসান, লক্ষীপুর-৪ এ জাসদের মোশারফ হোসেন এবং বগুড়া-৪ এ একই দলের রেজাউল করিম তানসেন নির্বাচন করবেন।

কুষ্টিয়া-২ আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ছাড় দেয়ার বিষয়টি মানতে পারছেন না স্থানীয় আওয়ামী লীগ নেতারা। স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা কামারুল আরেফিনের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন তারা। এর আগের তিনটি নির্বাচনেও এই আসন থেকে প্রার্থী হয়েছিলেন ইনু। এবার আওয়ামী লীগ ২৯৮টি আসনে প্রার্থী চূড়ান্ত করলেও কুষ্টিয়া-২ এ কোনো প্রার্থী দেয়নি। তখনই স্পষ্ট হয়েছিল যে, আসনটি ইনুর জন্যই রেখেছে দলটি।

জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন বলেন, 'নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র এবং সংবিধানের ধারাবাহিকতাকে নস্যাৎ করার যে ষড়যন্ত্র তার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ ভাবেই থাকে বলে আমি মনে করি।'

লক্ষ্মীপুর-৪ আসনে নৌকা প্রতীক পেতে যাচ্ছেন জাসদের আরেক প্রার্থী মোশারেফ হোসেন। তবে এখানে তাকে লড়তে হবে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল মামুনের সাথে। যদিও স্থানীয় আওয়ামী লীগ বলছে, নৌকাকে জয়ী করাই তাদের লক্ষ্য।

পিরোজপুর-২ আসনে নৌকা প্রতীকের আশ্বাস পেয়েছেন জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। তবে, স্থানীয় আওয়ামী লীগ সমর্থন দিচ্ছে স্বতন্ত্র প্রার্থী দলের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজকে। ইনুর মতো মঞ্জুও গত তিন নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

স্থানীয় এক আওয়ামী লীগ নেতা বলেন, 'আমরা চাই, এই পিরোজপুর-২ আসনের মাটি ও মানুষের নেতা মহিউদ্দিন মহারাজ ভাইকে আমরা নির্বাচিত করব।'

এদিকে বরিশাল-৩ আসনে নৌকা প্রতীক পেতে যাচ্ছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এতে হতাশ আওয়ামী লীগ নেতা-কর্মীরা। মেনন বিগত তিনি নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার ঢাকা-৮ এ আওয়ামী লীগ প্রার্থী করেছে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ হ ম বাহাউদ্দিন নাছিমকে। আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হওয়ার পর এবার বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেন মেনন।

বরিশালের বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন বলেন, 'কর্মীদের মাঠে নামাতে পারব বলে মনে হয় না। আমরা যারা নেতৃত্বে আছি, তারা হয়ত দলীয় সিদ্ধান্ত মানতে বাধ্য হব কিন্তু কর্মীরা যে মাঠে নামবে এ ধরনের কোনো নিশ্চয়তা আমাদের নেই। জোটের কারণে নৌকা আবার অন্য হাতে চলে গেল। বিষয়টা সাধারণ কর্মী সমর্থক ও ভোটারদের বোঝানো যাচ্ছে না।'

রাজশাহী-২ আসনে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা নৌকা প্রতীক পেতে যাচ্ছেন। স্থানীয় আওয়ামী লীগ নেতারা নৌকাকে জয়ী করতেই মাঠে নামবেন।

সাতক্ষীরা-১ আসনে জোটের শরীক ওয়ার্কার্স পার্টির প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহকে ছাড় দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

এছাড়া বগুড়া-৪ আসনে জাসদ প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন পেয়েছেন নৌকার সবুজ সংকেত।

নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ২৯টি দলের প্রার্থীরা এবার নির্বাচনে আসছেন। অন্যদিকে, বিএনপিসহ ১৫টি রাজনৈতিক দলের কোনো প্রার্থী এই নির্বাচনে নেই।

নির্বাচন কমিশন জানিয়েছে, দেশের ৩০০টি সংসদীয় আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা চেয়েছেন ৩০৩ জন। পাঁচটি আসনে নৌকার বিপরীতে দুজন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। ১৪ দলীয় জোটের শরিক দলগুলোও নিজেদের মতো করে প্রার্থী ঘোষণা করে�

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ