ঢাকা , শনিবার, ০৪ মে ২০২৪ , ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

'বিএনপি আসলে তফসিল রিসিডিউল করা হবে,ইসি আলমগীর

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৭-১১-২০২৩ ০৪:১৮:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১১-২০২৩ ০৪:১৮:২৫ অপরাহ্ন
'বিএনপি আসলে তফসিল রিসিডিউল করা হবে,ইসি আলমগীর ফাইল ছবি
বিএনপি নির্বাচনে আসলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত তফসিল রিসিডিউল করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, আমরা চাই সকলেই নির্বাচনে অংশগ্রহণ করুক।


রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় নির্বাচনে জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে আজ সোমবার সাংবাদিকদের এসব কথা বলেন ইসি আলমগীর।

ইসি আলমগীর বলেন, 'বিএনপি আসলে প্রয়োজনে তাদের সুবিধার্থে আমরা নির্বাচনের রিসিডিউল ঘোষণা করতেও সম্মত আছি।'


আলমগীর আরও বলেন, 'আমরা চাই, সকলেই নির্বাচনে অংশগ্রহণ করুক। তবে খেয়াল রাখতে হবে সংবিধানের যে কার্ট অব ডেট আছে তারমধ্যেই তারিখগুলো পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণা করা হবে। আমরা বিএনপিকে নির্বাচনে আসার জন্য সবসময়ই স্বাগত জানাই। তারা নির্বাচনে আসলে সব রকমের সহযোগিতা করা হবে।'

রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার সকল থানার ওসি।সি/২৪

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ