ইকবাল হাসান, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনা বামরাজনীতির অন্যতম সংগঠক ঐক্যন্যাপ দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল কদ্দুছ চিরবিদায় নিলেন পৃথিবী থেকে তিনি গত সোমবার মধ্যরাতে ঢাকার সোওরাওয়াদী হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীঘদিন ধরে হৃদরোগে ভুগতেছিলেন। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে যান।
মঙ্গলবার দুপুরে নেত্রকোনার নিউটাউন বিলপাড়স্থ পারিবারিক কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন হয়। এ সময় জেলা ঐক্য ন্যাপের সেক্রেটারি আবু জাহেল জাহিদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ন আহমেদ, সদর উপজেলা সম্পাদক ইকবাল হাসানসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে বাংলাদেশ ঐক্য ন্যাপের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওলিজা হাসান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও শোক প্রকাশ করেন। তিনি বলেন, আজ আমরা একজন দেমপ্রেমিক ন্যাপ নেতাকে হারিয়েছি। রাজনীতিতে তার শূন্যস্থান কোনদিন পূরণ হবার নয়। তিনি ন্যাপ পাটির জন্য ঘাত প্রতিঘাত সহ্য করে দলের সাংগঠনিক কর্মকান্ডে নেতৃত্ব দেন। আমরা তার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করছি।