
গুলিস্তানে ডিবির অভিযানে ১২ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার
রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা-বিভাগ। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ মিজানুর রহমান, মোঃ মোহন ও মোঃ আবুল হোসেন সজল।
সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান ডিএমপি নিউজকে জানান, সোমবার (২০ মার্চ ২০২৩ খ্রি.) ঢাকা মহানগর এলাকায় গাড়ি চুরি প্রতিরোধ ও অবৈধ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে তথ্য আসে কতিপয় ব্যক্তি গুলিস্তান এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ফোর্সসহ বিকেল ৫:৫৫ টায় গুলিস্তানের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ মিজানুর, মোহন ও আবুল হোসেনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি জানান, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির পল্টন মডেল থানায় মামলা রুজু হয়েছে বলে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।ডিএমপি নিউজ :