
ভোলাহাটে জাতীয় ভোটার দিবসে র্যালি।
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব গোয্যজনে ’ শ্লোগানকে সামনে রেখে ২ মার্চ বৃহস্পতিবার ভোলাহাটে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোলাহাট নির্বাচন অফিসের আয়োজনে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই ¯’ানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকার, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি গোলাম কবিরসহ অন্যরা।