
রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-লালবাগ বিভাগের একটি দল।
গ্রেফতারকৃতরা হলো মোঃ খলিলুর রহমান, মোঃ সাইফুল ইসলাম ও মোঃ তারেক। গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মুহম্মদ মনিরুজ্জামান ডিএমপি নিউজকে জানান, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) দুপুর ১:৪০টায় ডেমরা থানার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, কতিপয় মাদক কারবারি একটি ট্রাকে করে ইয়াবাসহ সারুলিয়ার এলাকায় অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম ডেমরা থানার সারুলিয়া এলাকার ফায়ার সার্ভিস অফিসের সামনে অভিযান চালায়। গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকটি রেখে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয়। পরে ট্রাক তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ট্রাকটিও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিএমপি নিউজকে তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশের এলাকায় বিক্রয় করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় একটি মামলা রুজু হয়েছে।ডিএমপি নিউজ :