বাংলারজমিন২৪.কম ডেস্কঃ
বগুড়ার নন্দীগ্রামে বিভিন্ন ব্রান্ডের ১৩টি চোরাই মোবাইল ফোনসহ নাজিম উদ্দিন (২৫) নামের এক মোবাইল চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (২৩ জুন) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। নাজিম উদ্দিন উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল পাকুরিয়া পাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
এরপূর্বে মঙ্গলবার (২২জুন) রাতে গোপন খবরের ভিত্তিতে পুলিশ বিজরুল পাকুরিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাই মোবাইল ফোন বিক্রির গোপন খবরে বিজরুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজিম জানিয়েছে, এসব মোবাইল ফোন বিভিন্ন অপরাধীচক্রের নিকট থেকে কিনে ও সে নিজে চুরি করে অধিক মূল্যে বিভিন্ন জায়গায় বিক্রি করতো। তার রিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।