মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে বালু
উত্তোলনের দায়ে ১২ টি ইঞ্জিন চালিত নৌকার ইঞ্জিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার(২৬ফেব্রুয়ারী) সকাল
থেকে দুপুর পর্যন্ত হালদার বিভিন্ন স্পটে এ অভিযান পরিচালনা করে নৌকার ইঞ্জিনগুলো ধ্বংস করে দেন।
হালদা নদীর মা মাছ, জীব বৈচিত্র্য এবং ডলফিন রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব ধ্বংস করা হয়। একইসাথে
বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সরঞ্জামও জব্দ করা হয়। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত হালদা নদীর আজিমের ঘাটা,
আমতুয়া, পোড়া কপালি স্লুইসগেট ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা
নির্বাহী অফিসার রুহুল আমিন।
এছাড়া বৃহস্পতিবার রাত ১ টার দিকে উত্তর মাদার্শা ইউনিয়ন আমতুয়া থেকে ২ হাজার মিটার জাল জব্দ করা হয়।
অভিযানে গড়দুয়ারা ও উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, গ্রাম পুলিশ এবং আনসার সদস্যরা সহায়তা
করেন।
সত্যতা নিশ্চিত করেন রুহুল আমিন।