আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের দক্ষিণ বাসস্টান্ড এলাকায়
ট্রাকচাপায় ৬০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের পথচারী এক বৃদ্ধা ঘটনাস্থলেই নিহত
হয়েছেন।
স্থানীয়রা জানান, বুধবার বিকালে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত
হানিফ পরিবহনের টিকেট কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম মহাসড়ক পারাপারের
সময় দিনাজপুর থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক বৃদ্ধাকে চাপা দিলে
তিনি পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে এখনও নিহত বৃদ্ধার কোন পরিচয়
জানা যায়নি। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়েছে।