আব্দুল কুদ্দুস, কুলাউড়া প্রতিনিধিঃ
কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানে
পল্লীবিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে চাতলাপুর চা
বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
এটিএম ফরহাদ চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, চা শ্রমিকদের ছেড়ে
কোনোভাবেই এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়। এজন্য সরকার চা
শ্রমিকদের জন্য বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন- কাউকে
পেছনে ফেলে উন্নয়ন সম্ভব নয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনাল অফিসের
ডিজিএম গোলাম ফারুক মীর, শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব
আলী, শরীফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.
আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মখদ্দছ আলী, চা বাগান পঞ্চায়েত সভাপতি
সাধন বাউরী প্রমুখ।
জানা গেছে, চাতলাপুর চা বাগানের মোট ৩৮৩টি চা শ্রমিক পরিবার
নতুন করে পল্লী বিদ্যুৎ পেয়েছে। পরিবারগুলোতে বিদ্যুতায়নে নির্মাণ
লাইনের পরিমাণ চার দশমিক ৩৭৩ কিলোমিটার। এতে মোট ৬৫ লাখ ৬০ হাজার
টাকা খরচ হয়েছে।