আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার আসন্ন সাধারণ নির্বাচন উপলক্ষে সাংবাদিক নীতিমালা বিষয়ে
মতবিনিময় সভানুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মোহাম্মদ আল মারুফ’র সভাপতিত্বে এ
সভানুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) শাকিল আহমেদ, উপজেলা প্রকৌশলী আবুল
মুনছুর, নির্বাচন অফিসার সেকেন্দার আলী। সাংবাদিকদের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে মতামত তুলে ধরে বক্তব্য
রাখেন- সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র সভাপতি আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান
হবি, শাহজাহান মিঞা, আব্দুল মান্নান আকন্দ। এছাড়া, সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র সাধারন
সম্পাদক সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, সহ-সাধারন সম্পাদক নুরুল আলম ডাকুয়া। অন্যান্যদের মধ্যে
এমএ মাসুদ, মামুনুর রশিদ, আনিছুর রহমান, রেদওয়ান, শামছুল হক প্রমূখ। এসময় উপজেলায় কর্মরত
বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সুন্দরগঞ্জ পৌরসভার আসন্ন সাধারণ
নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ, ভোট গ্রহণের দিনসহ বিভিন্ন সময়ে
সাংবাদিকগণ যাতে সহজে, নির্বিঘ্নে নির্বাচনী সংব্ধাসঢ়;দ সংগ্রহ করতে পারেন সে জন্য
সহযোগিতা প্রদান করার প্রয়োজন রয়েছে মর্মে সংশ্লিষ্ট বিধি-নিষেধ বা নীতিমালা অনুযায়ী মুক্ত
আলোচনা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশিন, নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষে পরিচালক
(জনসংযোগ) ও যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান’র স্বাক্ষরিত জনসংযোগ অধিশাখার মাধ্যমে প্রেরীত
পত্র মোতাবেক এ মতবিনিময় সভানুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।