বাংলারজমিন২৪.কম ডেস্কঃ
প্রশ্ন: আমি রক্তশূন্যতায় ভুগছি। কী কী খেলে আমি এ সমস্যা থেকে মুক্তি পাব?
বিনোদিনি শ্রেয়শী
উত্তর: শ্রেয়সী, আপনার বয়স এবং অন্য কোনো শারীরিক সমস্যা আছে কি না, তা জানাননি।
শরীরে রক্তশূন্যতা হওয়ার জন্য বিভিন্ন কারণ আছে। যেমন—
তবে সাধারণভাবে যে খাবারগুলো খেলে রক্তশূন্যতা সমাধান করা যাবে, সে বিষয়ে আমি এখানে উল্লেখ করছি।
আয়রন, ফলিক অ্যাসিড ও ভিটামিন-বি-১২ সমৃদ্ধ খাবার খেতে হবে। কুসুমসহ ডিম, ডাল, বিচিজাতীয় খাবার (সয়াবিন, কুমড়ার বীচি), মাছ (শিং, মাগুর, টাকি, ট্যাংরা, ছোট মাছ, শুঁটকি ইত্যাদি), মাংস, কলিজা, শাক-সবজির মধ্যে বিশেষ করে কচুশাক, লালশাক, ধনেপাতা, পুদিনাপাতা, বিট, ডুমুর, পেঁয়াজ, পিঁয়াজকলি, পেঁয়াজপাতা খেতে পারেন। ফলের মধ্যে খেতে পারেন জাম, আমলকী, আনার, খেজুর, তরমুজ, জাম্বুরা, কিশমিশ, পেয়ারা ইত্যাদি।