মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:
হাটহাজারী পৌর সদরে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ ফুটপাত দখল মুক্ত করেছে উপজেলা
প্রশাসন।বৃহস্পতিবার(২৬নভেম্বর) দুপুরে ঝটিকা অভিযানে যানজট মুক্ত করে পথচারীদের নির্বিগ্নে চলাচল
করতে প্রায় দেড় কিলোমিটার ফুটপাত দখলমুক্ত করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার
রুহুল আমিন।
মার্কেটের দোকানের সামনের খালি সরকারি জায়গা দখলের পর মানুষের হাটার জন্য যে জায়গা রয়েছে সেটাও
দখল করে রেখেছে ব্যবসায়ীরা। ফলে মানুষ বাধ্য হয়েই মূল সড়ক দিয়ে চলাচল করছে। দোকানী দোকানের সামনের
সরকারি জায়গা দখল করেন এরপরে ফুটপাত দখল করে ফুটপাতে গ্যাস সংযোগ(!) নিয়ে রান্নাবান্না করেন ফলে
মানুষ স্বাভাবিকভাবেই ফুটপাত ছেড়ে সড়ক ধরে হাটতে বাধ্য হয় এবং দুর্ঘটনায় পড়ে। ফুটপাত মুক্ত রাখতে
অভিযান আরও কঠোর হবে বলে
রুহুল আমিন জানান।