ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ মোহাম্মদ হাবিব হাসান ভোটারদের উদ্দেশে বলেছেন, ‘আমি কখনো আপনাদের সঙ্গে বেইমানি করব না। তুরাগের মাটির সঙ্গে আমি কখনো বেইমানি করব না। তুরাগ থেকে আমার উন্নয়ন শুরু হবে।’
আজ মঙ্গলবার নির্বাচনী এলাকার ৫৩ নম্বর ওয়ার্ডের তুরাগ এলাকার পথসভা, নির্বাচনী প্রচার ও গণসংযোগকালে হাবিব হাসান একথা বলেন।
এ সময় বিএনপির শাসনামলের সমালোচনা করে হাবিব হাসান বলেন, ‘এই যে বিএনপি নামে একটা দল আছে, ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তারা কিন্তু ক্ষমতায় ছিল। এরা ক্ষমতায় এসে তুরাগের মানুষকে ছিন্নভিন্ন করেছে। সন্ত্রাস-চাঁদাবাজি করেছিল, কেউ ব্যবসা করে খেতে পারত না। আমাদের অঞ্চলের মানুষ নিরাপদ থাকতে পারত না। তাদের শাসনামলে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারত না, স্কুল-কলেজে যেতে পারত না। যুবকদের মাদক দিয়ে ধ্বংস করতে চেয়েছিল। তারা আমাদের তিনটি ভাইকে দিন-দুপুরে গুলি করে হত্যা করেছে। সেই হত্যাকারীর বিচার আজও হয় নাই। আমি যদি নির্বাচিত হই, আমার প্রথম কাজ হবে এই সন্ত্রাসীদের বিচার করা। তাদের হাত যতই লম্বা হোক তাদের আইনের আওতায় আনতে হবে।’